Khoborerchokh logo

জিএমপি‘র বাসন থানা পুলিশের চৌকসতায় জীবিতাবস্থায় ২৪ ঘন্টায় অপহৃত শিশু উদ্ধার,গ্রেপ্তার-১ 295 0

Khoborerchokh logo

জিএমপি‘র বাসন থানা পুলিশের চৌকসতায় জীবিতাবস্থায় ২৪ ঘন্টায় অপহৃত শিশু উদ্ধার,গ্রেপ্তার-১


জিএমপি‘র বাসন থানাধীন ইটাহাটা থেকে মো. সিরাজ (২২) নামের এই যুবককে গ্রেপ্তার এবং সাড়ে তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে বাসন থানা পুলিশ।এই ঘটনায় শিশুটির মা বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মো. সিরাজ ও মো. রহমত উল্লাহকে (২৬) আসামি করা হয়েছে।এই ঘটনায় বুধবার দুপুরে বাসন থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. সিরাজ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মানিকদির পশ্চিমপাড়ার মো. বাবুলের ছেলে।অপর আসামি মো. রহমত উল্লাহ (২৬) কুমিল্লার মুরাদনগরের শুশুন্ডা এলাকার মো. মিজানুর রহমানের ছেলে; যিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান, সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা, বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন,বরিশালের উজিরপুর উপজেলার জামিরবাড়ি এলাকার বাসিন্দা শিশুটির ২৫ বছর বয়সী মা গাজীপুর মহানগরের তেলিপাড়ায় একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।
গত ৩ এপ্রিল তাদের পাশের কক্ষে ভাড়ায় আসেন রহমত উল্লাহ। সেই সুবাদে এই শিশুর মায়ের সঙ্গে রহমতের পরিচয় হয়। গত মঙ্গলবার ২৭ এপ্রিল২০২১ইং সকাল ১১টার দিকে রহমত ও সিরাজ মিলে এই নারীর শিশুকন্যাকে পাশের দোকানে নিয়ে যাওয়ার কথা বলে বের হন।
জাকির হাসান বলেন, প্রায় এক ঘণ্টা পরও মেয়েকে নিয়ে তারা বাসায় না ফেরায় শিশুটির মা ও স্বজনরা এলাকায় খোঁজাখুঁজি করেন; কিন্তু পাননি।
এক পর্যায়ে দুপুর দেড়টার সময় আসামিরা বাদীর স্বামীর মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই টাকা না দিলে তাদের মেয়েক হত্যারও হুমকি দেয়।
জাকির হাসান আরও বলেন, মেয়ের জীবন রক্ষায় অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে পরিবারের সদস্যরা পাঁচ হাজার টাকা পাঠান। ওই টাকা পাঠানোর পর তারা আরও টাকা দাবি করলে মেয়ের বাবা পুলিশকে ঘটনাটি অবগত করেন।পরে বাসন থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতভর অভিযান পরিচালনা করে। বুধবার দুপুরে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারী মো. সিরাজকে গ্রেপ্তার করে।
বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান,শিশুটিকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেপ্তার সিরাজকে জেল হাজতে পাঠানো হয়েছে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com